Cancel Preloader

রাহ্-মাতুল্লিল আলামিন হযরত রাসুল (সা.)-এর শানে কবিতা

এ.বি.এম. হাবীবুর রহমান খান


দো-জাহানের বাদশাহ্ আমার
মোহাম্মদ রাসুল,
সে যে তিমির রাতের সুবেহ-সাদেক,
আরব মরুর ফুল,
আমার মোহাম্মদ রাসুল।
পরশে যাঁর আরব বেদুইন
পেল দৃষ্টি জীবন নতুন,
সর-ঝরা গান গাইল চলার,
নাইকো যাঁহার তুল,
আমার ‘মোহাম্মদ রাসুল।
যাঁর পৃষ্ঠে মোহর ‘নবি’ বিভুর,
কন্ঠে ‘কোরান’-গান সে সুমধুর,
তাঁর মানব হিতে পরিত্রাণের পথ যে নির্ভুল,
আমার মোহাম্মদ রাসুল।
যাঁর সে ‘একক আল্লা’ গানে
মরুতেও প্রেম-বন্যা আনে,
মক্কা ও মদীনায় যাঁর পাক কদমের ধূল।
আমার মোহাম্মদ রাসুল।

সম্পর্কিত পোস্ট