Cancel Preloader

হযরত রাসুল (সা.) -এর বাণী মোবারক

আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘হযরত আদম (আ.) যখন মাটির সাথে মিশ্রিত অবস্থায়, তখনও আমি আল্লাহর নিকট শেষ নবি হিসেবে নির্বাচিত ছিলাম।’’ (তাফসীরে ইবনে কাছীর-১ম খণ্ড, পৃষ্ঠা ২৬৪)

আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘আমার মা [হযরত আমিনা (আ.)] দেখেছিলেন- তাঁর মধ্য থেকে একটি নুর বের হয়ে শাম দেশের (সিরিয়ার) প্রাসাদসমূহ আলোকিত করেছে।’’(তাফসীরে ইবনে কাছীর-১ম খণ্ড, পৃষ্ঠা ২৬৫)

হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, একদা তিনি তাঁর ঘরে লোকদেরকে একত্রিত করে রাসুল (সা.)-এর জন্মদিনের বর্ণনা করছিলেন, যা শুনে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে রাসুল (সা.)-এর প্রশংসা করছিলেন (দুরূদ ও সালাম পেশ করছিলেন)। এমন সময় হযরত রাসুল (সা.) সেখানে উপস্থিত হলেন এবং (খুশি হয়ে) তাদের উদ্দেশে বললেন তোমাদেরকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে।’’ (দুররুল মুনাজ্জাম কিতাবের সূত্রে মুক্তি কোন পথে? পৃষ্ঠা ২৬)

সংকলনে-

আশেকে রাসুল হযরত এমরান হোসাইন মাজহারী

সদস্য, আল কোরআন গবেষণা কেন্দ্র, দেওয়ানবাগ শরীফ।

সম্পর্কিত পোস্ট