আরশীতে মোর্শেদ
আমিনুল হক তারেক
নিকষ কালো আঁধার, পিণ্ডে পিণ্ডে দহন
অঙ্গুলি পরশে নুরের স্পন্দন।
মুছে যায় কালো উদ্ভাসিত আলো
হৃদয়ের মাঝে তারে দেখতে লাগে ভালো।
মাটির আদম হয়ে নুরের কদম ছুঁয়ে
বিমূর্ত যত পাপ ধুলায় গেলো মিলিয়ে।
তারাই সকল সৌভাগ্যের ভাগি,
যারা পেয়েছে চরণ মোর্শেদ দেওয়ানবাগী।
জ্যোতির্ময় বদন তাঁর পূর্ণিমারই চাঁদ
আল্লাহ্র অলী তুমি সুফিদের সম্রাট।
জগতের বুকে তুমি রহমতের ভাণ্ডার
নিরাকারকে দিয়ে স্বরূপ দিয়েছ আকার।
জীর্ণশীর্ণ হচ্ছে যখন মোহাম্মাদী ইসলাম
ধুলির ধরায় এলে তুমি হয়ে যুগের ইমাম।
পাপীতাপী মুক্তি পাক হোক দয়ালের জয়
যুগযুগ থেকে যুগান্তরে তুমি থাকো অক্ষয়।
আরশীতে মোর্শেদ
আমিনুল হক তারেক
নিকষ কালো আঁধার, পিণ্ডে পিণ্ডে দহন
অঙ্গুলি পরশে নুরের স্পন্দন।
মুছে যায় কালো উদ্ভাসিত আলো
হৃদয়ের মাঝে তারে দেখতে লাগে ভালো।
মাটির আদম হয়ে নুরের কদম ছুঁয়ে
বিমূর্ত যত পাপ ধুলায় গেলো মিলিয়ে।
তারাই সকল সৌভাগ্যের ভাগি,
যারা পেয়েছে চরণ মোর্শেদ দেওয়ানবাগী।
জ্যোতির্ময় বদন তাঁর পূর্ণিমারই চাঁদ
আল্লাহ্র অলী তুমি সুফিদের সম্রাট।
জগতের বুকে তুমি রহমতের ভাণ্ডার
নিরাকারকে দিয়ে স্বরূপ দিয়েছ আকার।
জীর্ণশীর্ণ হচ্ছে যখন মোহাম্মাদী ইসলাম
ধুলির ধরায় এলে তুমি হয়ে যুগের ইমাম।
পাপীতাপী মুক্তি পাক হোক দয়ালের জয়
যুগযুগ থেকে যুগান্তরে তুমি থাকো অক্ষয়।