ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা
এম. সাইদুর রহমান (রংপুরী)
তবে ভয় নেই, আর ভয় নেই, ওহে আশেকে রাসুলেরা
শক্ত হাতে যিনি তুলে নিয়েছেন মোহাম্মদী ইসলামের পতাকা,
তিনি হলেন ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা।
এ ভার যিনি সইতে পারবেন সেই পতাকা তাঁর হাতে,
আমরা গোলাম আশেকে রাসুলেরা রইলাম তাঁর সাথে।
সত্যের পথে আমরা অটুট মানবো না কোনো বাধা ।
এ আলোর ধারা চলতে থাকবে, নিভিবে না কভু আর
সেই ভার আজ স্কন্ধে চাপিল ড. কুদরত এ খোদার।
এ ছিল নাকি কুষ্টিতে তার বিশ্ববিধির লেখা।
বিশ্বব্যাপি কোটি কোটি লোক যোগ হলো এদলে
শান্তির নীড়ে আশ্রয় পেল, দুঃখ বেদনা ভুলে।
ধর্মের যত শূন্যতা ছিল পুর্ণতা আজ পেলো
বিশ্ব যাঁর নখ দর্পণে তিনি কুদরত এ খোদা
আমরা যদি থাকতে পারি এ রশিটারে ধরে
ভয় নেই, আর ভয় নেই, যাব খোদার ঘরে ।
সমবেতভাবে জড়িয়ে ধরবো মোহাম্মদী ইসলামের রশি,
মোর্শেদ মোদের সূফী সম্রাট পূর্ণিমারও শশী।
বিশ্ব যাবৎ টিকে থাকবে সূফী সম্রাট মাহ্বুব-এ-খোদা ।
তোমার কাছে মিনতি মোদের দিও নাকো ফেলে
দয়াল বাবা ক্ষমা করেছেন শত অন্যায় পেলে।
তোমাতে তাঁর গুণ সমাবেশ, নয়ত তুমি জুদা।