পুণ্য বাণী
আল্লাহ্ পবিত্র মহিমাময়, যিনি তাঁর বান্দা [মুহাম্মদ (সা.)]-কে রজনীতে পরিভ্রমণ (সায়ের) করিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার চুতস্পার্শকে আমি বরকতময় করেছি- যাতে আমি তাঁকে দেখাই আমার নিদর্শন (চেহারা মোবারক)। নিশ্চয় তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
সূরা বনী ইসরাইল ১৭: আয়াত ১
তিনি [মুহাম্মদ (সা.)] তখন উর্ধ্ব দিগন্তে ছিলেন। অতঃপর তিনি তাঁর (আল্লাহ্) নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী। অবশেষে তাঁদের [আল্লাহ্ ও রাসুল (সা.)]-এর মধ্যে দুই ধনুকের দূরত্ব রইল অথবা আরো কম। তখন আল্লাহ্ তাঁর বান্দার [রাসুল (সা.)]-এর প্রতি যা ওহি করার ছিল তা ওহি করলেন। যা তিনি দেখেছেন, তাঁর অন্তঃকরণ তা অস্বীকার করেনি। তবে কি তোমরা তাঁর সাথে তিনি যা দেখেছেন (মহান আল্লাহ্কে) সে বিষয়ে ঝগড়া করছ।
সূরা আন নাজম ৫৩ : আয়াত ৭ থেকে ১২
হে মানুষ! তুমি তোমার প্রতিপালক (আল্লাহ্র) নিকট পৌঁছা পর্যন্ত (তাঁকে না দেখা পর্যন্ত) কঠোর সাধনা করতে থাক, অতঃপর তুমি তাঁর দিদার লাভ করবে।
সূরা আল ইনশিক্বাক ৮৪: আয়াত ৬
হযরত রাসুল (সা.) এরশাদ করেন- “যখন আমাকে (মিরাজের রজনীতে) আকাশে পরিভ্রমণ করানো হচ্ছিল। তখন মহিমান্বিত প্রতিপালক আল্লাহ্ আমার নিকটবর্তী হলেন, আর এ সময় তিনি আমার এতই নিকটবর্তী হলেন, যতখানি তির ধনুকের নিকটবর্তী হয়, অতঃপর তিনি আরো নিকটে এলেন।
তাফসীরে দুররে মানছুর ১৫নং খণ্ড; পৃষ্ঠা ২২৭
হযরত রাসুল (সা.) এরশাদ করেন- “এক রাতে আমার মহান প্রতিপালক আল্লাহ্ তায়ালা অতি উত্তম সুরতে আমার নিকট আগমন করেন।”
তিরমিযী শরীফ ২য় খণ্ড; পৃষ্ঠা ১৫৯
আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেনÑ “তোমাদের কেউ যখন নামাজে দণ্ডায়মান হয়, তখন সে তার প্রতিপালকের সাথে গোপনে কথা বলে।”
বোখারী শরীফ ১ম খণ্ড, পৃষ্ঠা ৭৬
মোর্শেদ ঐ ব্যক্তিকে বলে, যিনি নিজে আল্লাহ্কে লাভ করেছেন এবং মানুষকে আল্লাহ্র সাথে যোগাযোগ করিয়ে দিতে সক্ষম।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)
আমি আমার আল্লাহ্কে দেখেছি এবং আমি মানুষকে আল্লাহ্র সাথে পরিচয় করিয়ে দিতে সক্ষম।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)
আমি আমার আল্লাহ্কে এমনভাবে চিনি, সন্তান যেমনভাবে তার পিতাকে চিনে।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)
আমি আমার আল্লাহ্কে স্বপ্নের মাঝে ৯৯ বার দেখেছি অতঃপর আরো একবার দেখেছি।
-হযরত আবু হানিফা (রহ.)
27 Comments
আমীন
আমিন
আমিন
আলহামদুলিল্লাহ্।
আমিন
amin
এই মাসিক পত্রিকাটি সবার পড়া উচিত, এখান থেকে অনেক কিছু জানা যায়।
আলহামদুলিল্লাহ
আমিন
আমীন
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্
আমিন,,
অনেক মূল্যবান কিছু জানতে পারলা।
Ameen
আমিন
আমিন
আলহামদুলিল্লাহ
অনেক মূল্যবান বাণী মোবারক
অনেক মূল্যবান বাণী মোবারক
আমীন
আমিন
আলহামদুলিল্লাহ
গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম ধন্যবাদ জানাই আত্মার বাণী পত্রিকা অভিভাবক কে।
আমিন
শুকরিয়া। অজানা ইসলামের ইতিহাস জানতে পেরে উপকৃত হলাম।
মারহাবা ইয়া যুগের ইমাম সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাঃ আঃ হুজুর কেবলাজন
amin