কেমনে ভুলিব
বছর ঘুরে ফিরে আসে
দয়াল বাবার জন্মদিন,
আশেকে রাসুলের মনে
সদাই বাজে মধুর বীণ।
ডিসেম্বরের চৌদ্দ তারিখ
বাবার শুভ জন্মদিন,
সেই খুশিতে খুশি ধরণী
খুশি রাব্বুল আলামিন।
ঈদ আনন্দে মেতে উঠেন
কোটি কোটি আশেকান,
মিলাদ পশু জবাই দান খয়রাত
ডিসেম্বর মাসব্যাপী চলমান।
পথে পথে বিলি করেন
অসহায়দের মাঝে খাবার,
পিঠা, পায়েস, মিষ্টি, মন্ডা
খুঁজে হৃদয়ে শান্তি পাবার।
কেউ জোগান দেন টাকাকড়ি
কেউ দেন কায়িক শ্রম,
যেভাবেই করুন গোলামি
পেয়ে থাকেন তার উপশম।
মোর্শেদ শেখান মোরাকাবা ধ্যান
রাসুলের প্রেমের ধর্ম,
সেই বুকে তাঁকে করেন ধারণ
যে বুঝেন তাঁর মর্ম।
তাঁর জন্মদিনের আলোকচ্ছটা
উদ্ভাসিত জগত জুড়ে,
হৃদয়ের সবটুকু ভালোবাসা
মোর্শেদ প্রেমের তরে।
তাঁর জন্মদিনে সবাই খুশি
খুশি কোটি কোটি আশেকান,
মহা ধুমধামে আনন্দ করে
গাইছে মোর্শেদের শান।
হে মোর্শেদ বাবা দেওয়ানবাগী
চেয়ে দেখ মুরিদের কাজ,
তুমি মোদের জগত পিতা
আশেকদের মাথার তাজ।
কেমনে ভুলিব তোমার বাণী
হৃদয়ে মিশে আছে সব কথা,
ভুলিতে চাইলেও যায় না ভোলা
হৃদয়ে লাগে ভীষণ ব্যথা।
যতদিন থাকবে এ দেহে প্রাণ
গেয়ে যাব তোমার জয় গান,
নুর চরণে তব দিও ঠাঁই
হয়ে সদয় ও মেহেরবান।
কবি: এ. আর. ওয়ালীউল্লাহ্
সিনিয়র শিক্ষক, শেরে বাংলা একাডেমি