গোলামি – এম সাইদুর রহমান রংপুরী
হে মহান ইমাম! আমি তোমার গোলামি করতে চাইলেও তা কি করতে পারি?
যদি তুমি দয়া না করো।
তোমার গোলামি করতে চাইলে প্রয়োজন ভাগ্য বিধাতার
অকৃত্তিম স্নেহ মমতা অনুগ্রহের,
প্রয়োজন প্রেম বিশ্বস্ততা ও যোগ্যতার
নইলে আমি হারিয়ে যাব যোগ্যদের ভিড়ে।
হে মহান, আমার গোলামি করার যোগ্যতা নেই,
আছে শুধু আকুতি ভরা ছোট্ট একটি মন।
তাই তোমার করুণা তব কদমে একটু খানি
গোলামি করার সুযোগ করে দিও।
হে মহান! আমি জানি মহামানবের দরবারে
বড়োত্বের বড়াই বড়ো ভুল বড়ো সংশয়।
তাই ঝাড়–দার, রন্ধনশালা, কিংবা শৌচাগারের
পানি বিলিয়ে গোলামের দেহের যে ঘাম
তার প্রতিটি কণা স্বর্গের দ্বারে গোলাপ হয়ে ফোটে,
যার সুবাস ছোটে, খোদার আরশময়।
এখানে এসে স্বর্গ জন্ম নেয়, যার সীমা পরিসীমা
বিধাতার রাজ্য জুড়ে এক অপরূপ প্রেম স্বর্গের লীলাভূমি।
আমার যত স্বপ্ন সাধ এখানেই মিটে যাবে সব।