জেগে থাকো রাতে
জালালউদ্দিন রুমি
একটি পুরো রাত তুমি জেগে থেকে দেখো-
রাতের নিস্তব্ধতাতে বাহিত হয় ঈশ্বরের অপার অনুগ্রহ।
যদি তুমি স্রষ্টার ধ্যানে জেগে থাকতে পারো পুরো একটি রাত,
দেখবে তখন অমূল্য কিছু যেনো আসতে চাইছে তোমার কাছে।
তুমি পেতে পারো রাতের নিভৃত সূর্য হতে উষ্ণতার দোলা,
ভোরের স্নিগ্ধতা উপভোগের জন্য, চোখ দুটোকে রাখতে হবে খোলা।
চেষ্টা করে দেখো আজকের রাতটিতে, ঘুমন্ত চোখের সাথে বিরোধিতা করতে,
তোমার মাথাকে আজ ফেলোনা বিছানায়, বেহেশতি খয়রাতির জন্য থাকো প্রতীক্ষায়।
রাত হলো স্রষ্টার প্রদত্ত সব উপঢৌকনের বাহক-
নবি মোহাম্মদ (সা.) অলৌকিক ভ্রমণে গিয়েছিলেন মেরাজের সেই পবিত্র রাতে,
যখন তিনি ডাক শুনেছিলেন সেই মহিমান্বিত কন্ঠস্বরের,
যখন তিনি উঠে গিয়েছিলেন সাত আসমানের উপরে।
দিনের বেলা হলো উপার্জনের জন্য
আর রাত হলো কেবল ঐশ্বরিক ভালোবাসার জন্যে।
সাধারণ মানুষেরা হয় দ্রুত নিদ্রাতে নিমগ্ন,
কিন্তু প্রেমিকেরা হয় সারা রাত ঈশ্বরের সাথে কথাতে মগ্ন।
সারা রাতভর একটি কন্ঠস্বর ডাকতে থাকে তোমাকে,
মহামূল্যবান সেই সময়টি জেগে উঠতে বলে তোমাকে।
যদি তুমি হারিয়ে ফেলো তোমার সুযোগ এখন,
তবে তোমার দেহটিকে পেছনে ফেলে যাবে যখন,
তোমার আত্মাটি হবে তখন পরিতাপে ভরা,
কারণ মৃত্যুর পরের জীবন হতে যাবে না আর ফেরা।