পাঠ্য বইয়ে এলমে তাসাউফ
ড. মো. আরিফ হোসেন
সূফী সম্রাট দেওয়ানবাগী বন্ধু যে আল্লাহ্ র
ধর্মের করেছেন তিনি অনেক সংস্কার।
এলমে তাসাউফ ইসলাম ধর্মের প্রাণ
যা আল্লাহ্কে জানার একমাত্র বিজ্ঞান।
তাসাউফ হলো ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা
হযরত রাসুল (সা.) দিয়েছিলেন তাসাউফের দীক্ষা।
সর্বোৎকৃষ্ট মর্যাদায় আরব জাতি উন্নীত হলো
যার পিছনে রাসুল (সা.)-এর তাসাউফের শিক্ষা ছিল।
নামাজ রোজা হজ যাকাত যতই করো বন্দনা
এলমে তাসাউফ ছাড়া ধর্মের সাধ পাওয়া যাবে না।
সংসার ত্যাগী হয়ে করতে হবে এলমে সুফি সাধনা
মুসলিম সমাজে এটা ছিল প্রচলিত ভুল ধারণা।
সমাজ থেকে যখন তাসাউফের চর্চা বিলুপ্ত হতে থাকে
সূফী সম্রাট তখন রাজধানীতে বিশ্ব সূফী সম্মেলন ডাকেন।
তাসাউফ চর্চার জন্য জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই।
আল্লাহ্ র নৈকট্য হাসিল করা যাবে সমাজে থেকেই।
সরকারের নিকট রাখেন প্রস্তাব সূফী সম্রাট
ইসলামি বইয়ে অন্তর্ভুক্ত হয় যেন এলমে তাসাউফ পাঠ।
উনিশ শত ছিয়ানব্বই সালে সূফী সম্রাটের প্রস্তাবে
তাসাউফের শিক্ষা চালু হয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে।