প্রেমই ঈশ্বর – আশেকা রাসুল তানিয়া জাহান
যা পবিত্র প্রেম
তা কভু হারায় না।
নিঃস্বার্থ ও নিষ্কাম উপলব্ধির উপর
প্রতিষ্ঠিত এ পবিত্র প্রেম,
সদালোক দৃষ্টির
অন্তরালে বিদ্যমান!
তাই ঝরা ফুলসম ঝরে পড়ে না।
যুগ যুগান্তরে, জন্ম জন্মান্তরে
কভু ভিন্ন নামে, কভু ভিন্ন রূপে,
তবুও তাঁর অশেষ ব্যাখ্যা,
অসীম শক্তি
খোদ প্রভুও যাকে জপে!
মানে না বাধা; বোঝে না সূত্র,
কী অদ্ভুত তার বিশ্লেষণ !!
নিষ্কলুষ ও নিষ্কন্টক হৃদ বাগিচায়
সদা তার বিচরণ।
তার পরিচয় পবিত্র হৃদয়ও
সরলতায় সিক্ত আঁখি,
একই জ্যোতি একই রুহ!
তবুও করে দুইয়ে মাখামাখি
দুইয়ে দুইয়ে চার নয়ন নদীতে
একের আত্ম বলিদান,
আলিঙ্গনে সমব্যথী সেথা
দুটি দেহে একই প্রাণ।
[কবি: গীতকার, সুরকার ও সংগীত শিল্পী]