বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন
বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন
আশেকে রাসুল সালাহউদ্দিন
মোরা পাপী অপরাধী বলে কোথায় যাই
তব কদমের যোগ্য মোরা নই,
প্রেম নাই হৃদয়ে, আমল কর্ম কিছুই নাই।
মায়ার সংসারে ডুবে যাই
সত্যপথের দিশা ভুলে যাই
তাইতো দেখা নাহি পাই
পরমেশ্বর মাওলা সাঁই।
শুধু ভক্তি বিশ্বাসে এসেছি কাঙ্গাল হয়ে
তোমার উসিলাতে মুক্তি যদি পাই।
মিলনের এ মহাসমারোহ
নবি প্রেমিকদের সম্মেলন।
আশেকদের প্রাণে প্রাণে আনন্দধারা
লোকে লোকারণ্য দেখে হয়েছি আত্মহারা
প্রেম আসনে বসলেন যিনি
তিনিইতো সম্মেলন মধ্যমণি।
আপনার পরশময় কদমে জানাই হাজারো প্রণতি,
আজিকে মোদের প্রাণের আকুতি,
তব প্রশান্ত জলাশয় থেকে
শিশির বিন্দু সম
প্রেমসুধা পিয়াও মোদের।
তারই পরশে গলে যাক কঠিন হৃদয়খানি
ঝর্ণাধারা হয়ে বয়ে যাক দুচোখের পানি ॥