বেলায়েতের শ্রেষ্ঠযুগ
ডা. মো. সাইয়েদূর রহমান মিঞা
এসেছিলে মরুর বুকে নবুয়তের শ্রেষ্ঠযুগে
পথ দেখালে সত্য পথের পথহারা মানুষদের।
নুরে মোহাম্মদীর ধারাবাহিকতায়
অবশেষেএলে মা আমিনার কোলে
আনন্দে আত্মহারা কুল কায়েনাত বলে-
মারহাবা ইয়া রাসুলাল্লাহ্ ইয়া মোহাম্মদ সাল্লল্লাহ।
মোহাম্মদী ইসলাম পুনরায় করিতে জাগরণ
পাঠালেন প্রভু বাংলার বুকে বাহাদুরপুর গ্রামে
ঈদের চাঁদ হয়ে মায়ের কোলে, ১৪ ডিসেম্বর ১৯৪৯ সালে
মারহাবা ইয়া মোর্শেদেনা, সালাম জানাই সবে।
রাসুলের নুর করিয়া বহন, আল্লাহ্কে হৃদয়ে করিয়া ধারণ
আম্বিয়ায়ে কেরামের বেলায়েত করিলেন লাভ
নিরাকারকে আকার দিয়ে জাত পাকের পরিচয় আল্লাহ্র
‘তাফসীরে সূফী সম্রাট দেওয়ানবাগী’ করিলেন প্রকাশ।
মহান প্রভু হইয়া খুশি পুরস্কৃত করিলেন দেখিয়ে চাঁদে
দেওয়ানবাগীর রূপ করিয়া ধারণ প্রকাশিলেন মহাকাশে।
রাসুলের মাধ্যমে প্রভু জানালেন জগতময়
শীঘ্রই দেখিবে তাঁর চেহারা মোবারক চাঁদে পূর্ণিমায়।
তাই করিলেন পূরণ প্রতিশ্রুতি তাঁর বেলায়েতের শ্রেষ্ঠযুগে
প্রমাণ করলেন মহান প্রভু সূফী সম্রাট শ্রেষ্ঠ মহামানব বেলায়েতের।
ধন্য জনম মোদের হয়েছি সন্তান দেওয়ানবাগীর
প্রার্থনা অধমের কদমে তোমার
সকল বিপদে ত্বরাইও এ মিনতি আমার।