মহান আল্লাহর বাণী মোবারক
স্মরণ করুন, যখন আল্লাহ্ অঙ্গীকার নিয়েছিলেন নবিদের কাছ থেকে যে, আমি তোমাদের যা কিছু দিয়েছি কিতাব ও হিকমত এবং তোমাদের নিকট যা কিছু আছে তার সত্যায়নকারীরূপে যখন একজন রাসুল [হযরত মুহাম্মদ (সা.)] আসবেন তখন অবশ্যই তোমরা তাঁর প্রতি ইমান আনবে এবং তাঁকে সাহায্য করবে। তারপর তিনি (আল্লাহ্) বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এ বিষয়ে আমার অঙ্গীকার কবুল করলে? তারা (নবি-রাসুলগণ) বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। -(সূরা আলে ইমরান ৩: আয়াত ৮১)
তোমাদের নিকট এসেছে আল্লাহর তরফ থেকে এক নুর [মুহাম্মদ (সা.)] ও সুস্পষ্ট কিতাব।
-(সূরা আল মায়িদাহ ৫: আয়াত ১৫)
[হে রাসুল (সা.)] আপনি বলুন, এটি আল্লাহর অনুগ্রহে ও রহমতে; সুতরাং এতে [মুহাম্মদ (সা.)-এর আগমনে] তারা আনন্দিত হউক, তারা যা কিছু জমা করে তার চেয়ে তিনি [মুহাম্মদ (সা.)] অনেক উত্তম। -(সূরা ইউনুছ ১০: আয়াত ৫৮)