মহান আল্লাহ্’র বাণী মোবারক
তিনি পবিত্র মহিমাময়, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুষ্পার্শ্বকে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে দেখাই আমার নিদর্শন। নিশ্চয় তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। (সূরা বনী ইসরাইল ১৭: আয়াত ১)
তখন তিনি [মোহাম্মদ (সা.)] ঊর্ধ্বদিগন্তে, অতঃপর তিনি তাঁর নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী। ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা এরও কম। তখন আল্লাহ্ তাঁর বান্দার প্রতি যা ওহি করার তা ওহি করলেন। যা তিনি দেখেছেন, তাঁর অন্তঃকরণ তা অস্বীকার করে নাই। (সূরা নজম ৫৩: আয়াত ৭ থেকে ১১)
জেনে রেখো, নিশ্চয় আল্লাহ্র বন্ধুদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না।
(সূরা ইউনুস ১০: আয়াত ৬৮)