মহামানবগণের বাণী মোবারক
যে ব্যক্তি কোনো মু’মিনের কথার প্রতিবাদ করে, সে যেন মহান আরশের অধিপতি আল্লাহর প্রতিবাদ করে, সে আল্লাহর নিকট কোনো স্থানই পাবে না। নিশ্চয় সে শয়তানের সহযোগী হয়েছে।
-হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
হে জনগণ, চিন্তা করে দেখো আমি কে? আরো চিন্তা করে দেখো আমাকে হত্যা করা এবং আমার অমর্যাদা করা তোমাদের জন্য জায়েয কি না? আমি কি তোমাদের নবি (সা.)-এর নাতি নই? আমি কি তাঁর চাচাত ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পুত্র নই?
-হযরত ইমাম হোসাইন (রা.)
পবিত্র আশুরা দিবসে আল্লাহ তায়ালা আরশে সমাসীন হয়েছিলেন, যে কারণে তার অভিষেক উদযাপন উপলক্ষ্যে এদিনে অপরিসীম রহমত ও বরকত অবতীর্ণ হয়।
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)
কারবালার মর্মান্তিক ঘটনার পর মোহাম্মদী ইসলামের অনুসারী মুসলমানগণ এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে নিজেদের ঐতিহ্য ও মর্যাদা হারিয়ে ফেলে। যার ফলে মুসলিম জাতি বিশ্বের সেরা জাতি হওয়া সত্ত্বেও বিধর্মীদের দ্বারা নির্যাতিত ও লাঞ্ছিত হয়।
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)
তুমি যদি আল্লাহর সংসর্গে বসতে ইচ্ছা করো, তবে কোনো আওলিয়ার সংসর্গে বসো।
-হযরত জালাল উদ্দীন রুমী (রহ.)
মানুষের স্থুল দেহের রোগমুক্তি ও পুষ্টি সাধনের জন্য যেরূপ নানা প্রকার ঔষধ ও পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন, সেরূপ পরমাত্মারও ঔষধ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজন।
-ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ (রহ.)