Cancel Preloader

মহামানবগণের বাণী মোবারক


‘‘মর্যাদা তাদের প্রাপ্য, যাঁরাই (জাহেরি ও বাতেনি বিদ্যায়) বিদ্বান, তাঁরা সুপথে থেকে সুপথ সন্ধানীকে পথের নির্দেশ দিয়ে থাকেন।’’

– শেরে খোদা হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু

‘‘যাঁদেরকে দয়াময় আল্লাহ্ সৎপথ প্রদর্শনের জন্য প্রেরণ করেছেন, তাঁরা হলেন মহান আল্লাহর মনোনীত মহামানব, তাঁদেরকে নুবয়তের যুগে বলা হতো নবি ও রাসুল। আর বেলায়েতের যুগে তাঁদেরকে বলা হয় অলী-আল্লাহ্।’’
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)

‘‘মোর্শেদে কামেলের সাহচর্যে থাকলে, আল্লাহ্ তায়ালার প্রেমের জ্যোতি ও সৌরভে মানব অন্তরে উৎকর্ষ সাধিত হয়।’’
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)

‘‘বর্তমান সময় খুব কঠিন সময়, এই সময় ইমান নিয়ে কবরে যাওয়া খুবই কঠিন, সুতরাং দুনিয়ার ফেৎনা ফ্যাসাদ থেকে মুক্তি লাভ করে পরকালের শান্তি লাভ করতে হলে প্রত্যেকটি মানুষেরই উচিত কামেল মোকাম্মেল অলী-আল্লাহর আশ্রয় নিয়ে তাঁর অনুসরণ করা।’’
-ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ (রহ.)


সংকলনে-আশেকে রাসুল হযরত এমরান হোসাইন মাজহারী
সদস্য, আল কোরআন গবেষণা কেন্দ্র, দেওয়ানবাগ শরীফ।

সম্পর্কিত পোস্ট