মহামানবগণের বাণী মোবারক
মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে, যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে।
- শেরে খোদা হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু
একই খুতবা বছরের পর বছর আরবি ভাষায় পাঠ করাতে মুসল্লিগণ তা বুঝতে এবং তদনুযায়ী আমল করতে পারেন না, ফলে তা থেকে কোনো রকম উপকার লাভ করেন না। কাজেই খুতবার উদ্দেশ্য সফল করার জন্য আমাদের মাতৃভাষায় খুতবা দেওয়ার প্রচলন করা অত্যন্ত জরুরি।
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)
বন্ধুর নিকট বন্ধুর যেমন পরিচয় থাকে, তদ্রুপ অলী-আল্লাহ্র নিকটও আল্লাহ্র পরিচয় রয়েছে।
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)
আমি স্বপ্নে আমার আল্লাহ্কে মোট একশতবার দেখেছি।
-হযরত আবু হানিফা (রহ.)
বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিকে শুদ্ধ করে শান্তিময় পৃথিবী গড়ার অত্যুজ্জ্বল বার্তা দিয়ে থাকে।
-ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)