Cancel Preloader

মহামানবদের বাণী

মোর্শেদ (পীর) ঐ ব্যক্তিকে বলে যিনি আল্লাহ্ ও আল্লাহ্র রাসূল (সা.) কে পেয়েছেন এবং অন্য মানুষকে আল্লাহ্ রাসূল (সঃ)-এর সাথে পরিচয় করিয়ে দিতে সক্ষম।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)
মানুষের মাঝে সুপ্ত আল্লাহকে খুঁজে বের করে তাঁর পরিচয় লাভ করার মাধ্যমে তাঁর কাছে আত্মসমর্পণ করাই রাসূল (সঃ)Ñএর শিক্ষা, ইহাই তাসাউফ।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা.আ.)
সৎ সংকল্প দ্বারা কর্ম সম্পাদন করে যা উপার্জন করা হয় তাই হালাল বা বৈধ রুজি।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)
ছল-চাতুরী, মিথ্যা, জালিয়াতি, কালোবাজারি, প্রতারণা, প্রবঞ্চনা, জুলুম ইত্যাদি উপায়ে যা অর্জন করা হয়, তা হারাম বা অবৈধ।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)
সূফীজ্ঞান শুধু গ্রন্থাবলী অধ্যয়ন করেই অর্জিত হয় না, একাগ্র ও একনিষ্ঠ সাধনা, প্রেমপূর্ণ ইবাদত, চারিত্রিক সংশোধন ও পরিবর্তন দ্বারাই উহা অর্জন করা সম্ভব।
-ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.)
আত্মা শুদ্ধ করা প্রত্যেকের জন্য আদর্শ ফরজ। কেননা, আত্মা শুদ্ধ না হলে নিয়ত শুদ্ধ হবে না। আর নিয়ত শুদ্ধ না হলে কোন ইবাদতই শুদ্ধ হবে না।
-ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.)
যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, সে অবশ্যই ক্ষমার যোগ্য, কেননা সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত।
-হযরত আলী (রা.)

সম্পর্কিত পোস্ট

25 Comments

  • আমীন

    • আত্মার বানি পএিকা অনলাইনে পেয়ে মনের ভিতর আনন্দ অনুভব করছি।
      মোর্শেদের বানিতে শিক্ষনিয় অনেক বিষয় থাকে যা এখন পড়ে বুজতে পারলাম।

  • আমিন

    • Amin

  • আমিন

  • Amin

  • আমিন

  • Amin

  • মহা মানবগনের পবিত্র বাণি মোবারকের মধ্যেই রয়েছে শান্তি ও মুক্তি। দয়াময় আমাদেরকে তাঁর প্রতিনিধির নির্দেশ মত চলার তৌফিক দান করুন। আমিন।

    • আলহামদুলিল্লাহ্। মহা মানবগনের বানি মোবারকের মধ‍্যে রয়েছে শান্তি ওমুত্তি,নিজেদেরকে সংসুধন করার মাধ্যম।
      আমিন।

  • আমীন

  • আমিন

  • মহামানবদের পবিত্র ও মুল্যবান বানী মোবারকের মধ্যে লুকায়িত রয়েছে অশেষ ফায়েজ, রহমত, ও বরকত । মানব জীবনে প্রত্যেকের জন্যে রয়েছে গুরুত্বপুর্ন দিক নির্দেশনা ।
    মহান রাব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ উনি যেনো দয়াকরে আমাদের সবাইকে উনার প্রেরিত মহামনবগনের স্বান্নিধে গিয়ে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন….

  • মানবগনের পবিত্র বাণি মোবারকের মধ্যেই রয়েছে শান্তি ও মুক্তি। দয়াময় আমাদেরকে তাঁর প্রতিনিধির নির্দেশ মত চলার তৌফিক দান করুন। আমিন।

  • আমিন

  • কোরআন হাদিস ভিত্তির জিবন বিধান দিক নির্দেশনা পেয়ে উপকৃত হলাম।

  • গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম

  • মহান মুর্শিদের কদমে লক্ষ কোটি শুকরিয়া যাপন করি, দূর প্রবাসে থেকেও আত্মার বাণী অনলাইনে পড়ার সুযোগ করে দিয়েছেন।
    আমিন

  • আলহামদুলিল্লাহ অনেকদিন পর আত্মার বাণী পড়তে পেরেছি

  • আলহামদুলিল্লাহ
    দয়াল রাসুলের কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদমবুচি

  • আলহামদুলিল্লাহ!
    মহামানবগণ জীবন্ত কোরআন, তাই তাদের বাণী মোবারক অনুসরন করে চলা প্রত্যেক মানুষের জন্য চিরকল্যাণকর।
    হে! আল্লাহ, আমাদের সকলকে মহামানবদের অনুসরন করার তাওফিক দান করুন।
    আমীন!!

  • সুন্দর বানীগুলো জানতে পেরে ভালো লাগছে । আরো পাবো আশা করি ।

  • Amen

  • আমিন

  • অন লাইন ‘আত্বারবানী’ পত্রিকায়- মহামানবদের বানী মোবারকসমূহ পাঠ করে ভালো লাগলো।
    সম্পাদক মহোদয়কে অভিনন্দন জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *