মুক্তিযুদ্ধে সূফী সম্রাট
ডা. মো. সাইয়েদূর রহমান মিঞা
মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করার তরে,
মাদ্রাসায় পাঠরত আলেম মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে।
পিতামাতা থেকে বিদায় নিতে গেলেন নিজ বাড়ি
যুদ্ধে যাব দোয়া করেন বিদায় দেন তাড়াতাড়ি।
হানাদার বাহিনীকে পরাস্ত যদি করতে পারি
তবেই আসব ফিরে আল্লাহর মেহেরবানি।
রণাঙ্গনে আট মাস সমরে প্রাণপণ,
সমাগত ঈদুল ফিতর উনিশ নভেম্বর;
ঈদের খুৎবায় সূফী সম্রাটের কণ্ঠে মর্মস্পর্শী বাণী
আল্লাহর কসম! বকরা ঈদের পূর্বেই স্বাধীন হবে দেশ
পড়ব নামাজ, আপনাদের নিয়ে ময়দানে রেসকোর্স।
ভবিষ্যদ্বাণীর সাতাশ দিন পর চূড়ান্ত বিজয় আসে
মাতৃভূমি মুক্ত করে মানব দেহ মুক্তির তরে
আশেকে রাসুল বানাতে নিজেকে উৎসর্গ করে।
আহ্বান জানাই আসুন সবাই এ মহামানবের তরে
যাঁর চেষ্টায় মোহাম্মদী ইসলামের জাগরণ ঘরে ঘরে।