মুক্তির দিশারি
ডা. মো. সাইয়েদুর রহমান মিঞা
মাওলা বসিয়া নিরালায়, ভাব দরিয়ায় প্রেমের দোল খেলায়
নিজেকে প্রকাশের বাসনায়, মোহাম্মদী নুর করিয়া আলাদা।
পরতে পরতে করিয়া সৃষ্টি সমাপন, আরশে বসিয়া বন্ধুর সাথে আলাপন
মানুষকে দিয়া প্রতিনিধির মর্যাদা, জগতে প্রেরণ করিয়া কার্য সমাধা।
সে মানুষকে তাঁর দাস বানায়, পরিশুদ্ধতাই নৈকট্যের প্রধান উপায়
যে যার মূলের দিকে ধাবিত হয়, মানুষও তার ব্যতিক্রম নয়
স্রষ্টাকে পাওয়ার আশায়, স্রষ্টার প্রেমে মশগুল হয়।
যে রাখে দয়াময়ের খবর, সে আল্লাহর বন্ধু, পথ প্রদর্শক
তাঁর কাছে আত্মসমর্পণ বিনে নাই মুক্তির ঠিকানা।
বিপথগামীর ভাগ্যে জুটবে না, জুটলেও সে থাকবে না
বিপথগামীরাই হবে পদদলিত, তারা সকল ক্ষেত্রে অবহেলিত।
মহান সংস্কারক, মুক্তির দিশারি, যুগের ইমাম, সূফী সম্রাট দেওয়ানবাগী
পরশময় এ কদম মোবারকে, করিলে নিজেকে সমর্পণ,
একাগ্রতায় সাধনায়রত, মিলিবে রাসুল ও আল্লাহর দর্শন।