মুক্তি দূতের বাণী
মুক্তি দূতের বাণী
এস এ সুলতান
জগত মাঝারে সত্যশিখা জ্বালাতে এসেছিলেন যিনি,
জগদ্বাসী তাঁর অমর বাণী বুঝতে পেরেছে কতখানি?
মানব মুক্তির তরে যে মহামানবের ধরায় হয়েছিল শুভাগমন,
বিশ্ববাসী সেই মুক্তির দূতকে কতটুকু করছে মূল্যায়ন?
চির শাশ্বত মুক্তির বাণী দিয়েছেন যিনি প্রবল স্নেহ মমতায়,
আত্মঅহংকারী মানুষ বুঝতে অপারগ নিজেদের অজ্ঞতায়।
নিজের মাঝে পশু চরিত্রকে মানব চরিত্রে করেছেন যিনি প্রদর্শন,
আত্মঅহমিকা ও আমিত্বের কারণে নিজের মাঝে পশুত্বকে করেছি লালন।
সহজ সত্য ত্যাগ করে আমি জগতের মায়াতেই রয়েছি ডুবে,
কী করে মোরা ভুলে যাই, সব মায়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে।
সময় থাকতে বুঝতে হবে, মহান মুক্তিদূতের মহাসত্য বাণী।
যে যতটুকু বুঝে চলবে, সুফল সে ইহকাল পরকালে পাবে ততখানি।
মহান প্রভুর কাছে আমি অধম এই প্রার্থনা করি দিবানিশি সর্বক্ষণ,
মুক্তিদূতের চিরশাশ্বত বাণী বুঝতে পারে যেন আমার অবুঝ মন।