মোর্শেদের দরবারে গোলামি – ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল
মহান মোর্শেদের দরবারে করে গোলামি,
হৃদয়ে পাওয়া যায় শান্তি জানে অন্তর্যামী।
ইমাম কুদরত এ খোদা বলেন যদি করো গোলামি,
আমিত্ব তোমার হয়ে দূর, শুদ্ধ মানুষ হবে তুমি।
সাধনায় পূর্ণতা লাভের বাধা হলো আমিত্ব অহংকার,
গোলামি করে অহংকার থেকে পাওয়া যায় প্রতিকার।
নিজের ভিতর যদি থাকে অহংকার আমিত্ব,
ক্বালবে আল্লাহ্র নুর হবে না কখনো প্রজ্বলিত।
মোর্শেদের দরবারে মুরিদ যদি ভাবে নিজেকে সাধারণ,
মোর্শেদের পক্ষ থেকে অবারিত ফায়েজ পাবে সর্বক্ষণ।
সেই ফায়েজের ফল্গুধারায় আত্মা হবে শুদ্ধ,
সুন্দর চরিত্রের মানুষ হবো ষড়রিপুর সাথে করে যুদ্ধ।
মোর্শেদের দরবারে গোলামি হয় মোর্শেদের নির্দেশে সবই,
গোলামির মধ্যে ছোটো বড়ো পার্থক্য করা চরম বেয়াদবি।
কোনো গোলামিকে মোরা মনে করব না ক্ষুদ্র,
মহান ইমামের কাছে হয়তো সেটা হবে গ্রহণযোগ্য।