মোর্শেদ আমার
আশেকা রাসুল রুমা আহমেদ
মহান মোর্শেদ দেওয়ানবাগী বাবা দয়ার কান্ডার,
তুমি ছিলে খোদার প্রিয়, রহমতের ভাণ্ডার।
তোমাকে হারিয়ে এতিম মোরা, শূন্য মোদের নীড়,
হারিয়ে গেছে সবকিছু মোদের, অধম পাপী অভাগীর।
আছ তুমি আমাদেরই মাঝে জানি সবাই সে কথা,
আশেকে রাসুলেরা কখনো কি ভুলিতে পারে তা?
হৃদয়ের ধ্যানে পুঞ্জিভূত তুমি থাকো তাতে সদা সর্বদা,
এই অবুঝ হৃদয় জপে তোমার নাম দমে দমে সারাবেলা।
লাখো আশেকের আত্মার পিতা হয়ে মন কেড়ে নিয়েছ সবার,
তুমি ছাড়া, এই হৃদয় গভীরে আর নেই তো কোনো হাহাকার।
অধম কাঙ্গালি মোরা, পেতে চাই তোমায় এই হৃদয়ালয়ে,
যতটা পরিশুদ্ধ হলে খুশি হও তুমি, ততটাই শুদ্ধ করো মোদেরে।
হৃদয়ের টানে বুঝা যায় মনে, তুমি আমাদের কতটা আপনজন,
তাইতো বারেবারে তোমায় খুঁজে বেড়ায় আমার এই অবুঝ মন।
তুমি আশেকে রাসুলের হৃদয়ের ধন, তুমি আপনজন,
তাই তো মন সদা দেখিতে চায় তোমার মায়াবী চাঁদবদন।
থেকো না আর দূরে, মোদের হৃদয়ে উঠেছে হাহাকার,
দেখা দিয়ে শীতল করো তুমি, মোদের প্রাণ একটি বার।
সর্বকালের অভিভাবক তুমি ভাগ্যগুণে তোমাকে পাওয়া,
মরণকালে তুমি নিয়ে যেও, জীবনে শুধু মোর এইটুকু চাওয়া।