মোহাম্মদী ইসলামের সিপাহসালার
ড. মো. আরিফ হোসেন
মোর্শেদ আমার দেওয়ানবাগী ইমানের পিতা
মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী ড. কুদরত এ খোদা।
লক্ষ কোটি আশেকদের রেখে গেলেন ড. কুদরত এ খোদার হাতে
অবশেষে মোর্শেদ বিদায় নিয়ে চলে গেলেন দারুল বাকাতে।
হোক না যত ঝইঝামেলা আসুক ঝড়-তুফান
ইমাম ড. কুদরত এ খোদা করবেন তার পূর্ণ সমাধান।
সকল ফেতনা ভুলে নিশ্চিন্তে নীরবে করে যাব তরিকা পালন
মোদের নাই কোনো ভয়, নিশ্চয়ই মোহাম্মদী ইসলামের হবে জাগরণ।
মোহাম্মদী ইসলাম গ্রহণ করে পেয়েছি অনেক নেয়ামত
সারাজীবন পরিশোধ হবে না যতই করি ইবাদত।
মহান মোর্শেদের ছবি হৃদয় মাঝে করেছি ধারণ
কুদরত এ খোদা হিদায়েতের আলো করছেন বহন।
যিনি সকল ইমামের ইমাম তাঁকে অনুসরণ করলেই
হারিয়ে যাবে না হৃদয় থেকে মোহাম্মদী ইসলাম।
ড. কুদরত এ খোদার অবদানের কথা বলে করা যাবে না শেষ
তাঁর মাঝে খুঁজে পেয়েছি সুফী সম্রাটের দিক নির্দেশ।
কলুষিত আত্মা যাদের, তারা দেখে ভিতরে অন্ধকার
ভালো-মন্দ বুঝে না সে মানুষের সাথে করে অবিচার।
যারা চিনতে পারেনি কুদরত এ খোদাকে কষ্ট দিচ্ছে অবিরাম
ক্ষমা চাও নতশিরে নইলে ধ্বংস হবে তোমাদের সকল আয়োজন।
তুমি সুন্দর, তুমি নির্মল, তুমি মিষ্টভাষি, তুমি ধৈর্যধারণকারী
ইমাম ড. কুদরত এ খোদা! তুমি মোহাম্মদী ইসলামের সিপাহসালার,
তুমি আল্লাহ্র প্রিয় বন্ধু, তুমি সূফী সম্রাট ও রাসুলের উত্তরসূরি
তোমার নির্দেশ পালনেই মোদের খুলে যাবে মুক্তির দ্বার।
মোর্শেদ কদমে প্রার্থনা জানাই, যত আছে ফেতনা ফ্যাসাদ, হোক অবসান
ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদার কদম মোবারক সকলেরে করো দান।