সূফী সম্রাটের জন্মদিনে ডাক এসেছে
এম সাইদুর রহমান রংপুরী
ডাক এসেছে, ডাক এসেছে, ডাক এসেছে,
সূফী সম্রাটের জন্মদিনে ডাক এসেছে,
বিশ্ব আশেকে রাসুল সম্মেলনের ডাক এসেছে,
ইমাম কুদরত এ খোদা হুজুর ডাক দিয়েছে,
তাঁর ডাকেতে জগৎ জুড়ে সাড়া পড়েছে।
বিশ্ব নবি (সা.) হলেন জগৎ কামলিওয়ালা
যাঁর নুরেতে সারাজাহান হলো উজালা,
সে আলোটা জাতি যখন হারিয়ে ফেলেছে,
সূফী সম্রাট এসে আবার জ্বালিয়ে দিয়েছেন।
বিশ্ববাসী জানতো না, মোহাম্মদী ইসলাম কী?
কান্ডারীহীন ধর্মটারে বানালো শ্মশান,
সূফী সম্রাট এসে নৌকার পাল তুলেছে
ইমাম ড. কুদরত এ খোদা কিস্তির হাল ধরেছে
যাঁর ডাকেতে জগৎ জুড়ে সাড়া পড়েছে।
আমরা অধম পাপীতাপী আল্লাহ্রই গোলাম,
ড. কুদরত এ খোদা হুজুর দিলেন তারই পয়গাম,
আল্লাহ্র গোলাম হতে ধরো দয়াল মোর্শেদকে
ইমাম কুদরত এ খোদাকে।