সেই ফুলের রোশনাই
আজব এক ফুটলো ফুল বাংলার বুকেতে,
খুশবু তার ছড়িয়ে গেল গোটা কুল-কায়নাতে।
সেই ফুলের সুবাস নিতে আশেকে রাসুল তাই,
আজও ছোটে আশেকেরা সেই শুভ্র বাগিচায়।
বর্ণিল সেই ফুলের রেণু মেখেছে যারা তনুমনে
ধন্য হবে তাদের জীবন জাহের ও বাতেনে।
অপরূপ সেই ফুলের প্রেমে আশেক মাতোয়ারা,
সুবাসিত সেই ফুলের তরে দিবানিশি কাঁদে তারা
মরণ মাঝে যাবার আগে হৃদয় জুড়াতে চাই,
প্রাণ আমার দেখে যেন সেই ফুলের রোশনাই।
আজব এই ফুলের রোশনাইয়ে ধন্য সৃষ্টিকুল,
সেই ফুলের রোশনাই মাখলুকাতে দেয় দুল।
সেই ফুলের সুবাসে আজও মুখরিত আশেকান
সেই সুবাসে আজও পাগল আল্লাহু সুবহান।
কবি: আশেকা রাসুল কামরুন নাহার নূর
বি.এস.এস (১ম বর্ষ)