প্রভু দর্শন
ড. মোয়াজ্জেম হোসেন
স্রষ্টা আমাদের সঙ্গেই আছেন
তিনি সর্বত্র বিরাজমান।
সামনে পেছনে, ডানে বামে, আকাশে পাতালে
সর্বত্রই ঈশ্বর আছেন।
তিনি সদা বিরাজমান।
কিন্তু যে চোখ দিয়ে
স্রষ্টাকে দেখা যায়
তিনি দৃশ্যমান হন
সে চোখ আমাদের নেই।
সে চোখ তৈরি করতে হবে…
অন্তরের সেই চোখ এখন বন্ধ, আলোহীন।
ঘুটঘুটে সে আঁধারে প্রথমে
আলো জ্বালাতে হবে।
ধ্যান অর্থাৎ মোরাকাবা
মোরাকাবার মোমবাতি দিয়ে
আঘাত করতে হবে সেই
আঁধার অর্থাৎ কালোকে।
পরম স্রষ্টার চেতনার আলোতে
মোরাকাবার অব্যর্থ অস্ত্রে
ফানাফিল্লাহ্ হবে আমার
এই দেহ, জাগতিক অস্তিত্ব,
জ্বলেপুড়ে খাক হবে পোড়া চোখ
আন্দোলিত হবে হৃদয়, মন
জারি হবে ক্বালবে জ্বিকির
আল্লাহ্ আল্লাহ্।
তারপর…
ধীরে ধীরে কেটে যাবে অন্ধকার
সাধনার আলোয় জেগে উঠবেন তিনি
খোদায়ী বাসনার আভায়
দৃশ্যমান হবেন স্রষ্টা
মহান প্রভু-জগত সংসারের স্রষ্টা।
1 Comment
আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর কবিতা।