মহান আল্লাহর বাণী মোবারক
আমি (আল্লাহ্) তাদেরকে শীঘ্রই আমার নিদর্শন (চেহারা মোবারক) দেখাবো উর্ধ্বলোকে (আকাশের চাঁদে) এবং তাদের নিজেদের মাঝে (ক্বালবের সপ্তম স্তর নাফসির মোকামে)-ও। ফলে তাদের নিকট সুস্পষ্ট হবে যে, নিশ্চয়ই এটিই (তিনি যে আল্লাহ্) সত্য। আর সর্ব বিষয়ে সাক্ষী হিসেবে আপনার প্রতিপালক যথেষ্ট নয় কি?
– (সূরা হা মীম আস সাজদাহ ৪১ : আয়াত ৫৩)
হে রাসুল (সা.) আপনি বলে দিন- সকল প্রশংসা আল্লাহর জন্য; যিনি অতি শীঘ্রই তোমাদেরকে তাঁর নিদর্শন (চেহারা মোবারক) দেখাবেন। তখন তোমরা তাঁকে চিনতে পারবে।
-(সূরা আন নামল ২৭ : আয়াত ৯৩)
পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তোমরা যেদিকেই তাকাও, সেদিকেই আল্লাহর চেহারা মোবারক বিদ্যমান।
(সূরা আল বাকারাহ ২ : আয়াত ১১৫)