ঈদজ্জোহার চাঁদ
কাজী নজরুল ইসলাম
ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
এল আবার দুস্রা ঈদ।
কোরবাণী দে কোরবাণী দে
শোন্ খোদার র্ফমান তাকীদ্ ॥
এমনি দিনে কোরবাণী দেন
পুত্রে হযরত ইব্রাহীম,
তেমনি তোরা খোদার রাহে
আয় রে হবি কে শহীদ॥
মনের মাঝে পশু যে তোর
আজকে তা’রে র্ক জবেহ্
পুলসিরাতের পুল হ’তে পার
নিয়ে রাখ্ আগাম রসিদ॥
গলায় গলায় মিল্ রে সবে
তুলে যা ঘরোয়া বিবাদ,
র্শিণী দে তুই শিরীন জবান
তশ্তরীতে প্রেম মফিদ॥
মিলনের র্আফাত ময়দান
হোক আজি গ্রামে গ্রামে,
হজ্বের অধিক পাবে সওয়াব
এক হ’লে সব মুসলিমে।
বাজবে আবার নতুন ক’রে
দীনি ডঙ্কা, হয় উমীদ॥
ঈদ্ মোবারক হো
ঈদ্ মোবারক, ঈদ্ মোবারক, ঈদ্, ঈদ্ মোবারক ঈদ মোবারক হো।
রাহেলিল্লাহ কে আপনাকে বিলিয়ে দিল, কে হ’ল শহীদ॥
যে কোরবাণী আজ দিল খোদায় দৌলৎ ও হাশ্মত,
যা’র নিজের ব’লে রইলো শুধু আল্লা ও হযরত,
যে রিক্ত হ’য়ে পেল আজি অমৃত- তৌহীদ॥
যে খোদার রাহে ছেড়ে দিল পুত্র ও কন্যায়,
যে আমি নয়, আমিনা ব’লে মিশলো আমিনায়,
ওরে তা’রি কোলে আসার লাগি’ নাই নবিজির নিদ॥
যে আপন পুত্র আল্লারে দেয় শহীদ হওয়ার তরে,
কাবাতে যে যায় না রে ভাই নিজেই কাবা গড়ে।
সে যেখানে যায় জাগে সেথাই কাবার উম্মিদ॥