ইমাম হোসাইন (রা.)-এর শানে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী (রহ.)-এর কবিতা
হোসাইন রাজা হোসাইন বাদশাহ্
হোসাইন দ্বিন হোসাইন আশ্রয়
মাথা দিয়েছে দেয়নি তো হাত ইয়াজিদের হাতে
প্রকৃতপক্ষেই হোসাইন লা-ইলাহার বুনিয়াদ।
হে নবি-দুলাল, তোমার মস্তকেই নবির মুকুট শোভা পায়
হে সম্রাট, তোমার তরবারি নবির ন্যায়-বিচারের প্রতীক
হে (হোসাইন), তোমার মে’রাজ হয়েছে অনেক উর্ধ্বস্তরে
আহমদ নবির মে’রাজ থেকে এক স্তর ওপরে।
হে হোসাইন, যে কাজ তুমি আঞ্জাম দিয়েছো
তা দিয়ে মোস্তফার ফুল বাগিচায় বসন্ত এনে দিয়েছো
কোন পয়গম্বর যে কাজ করার সুযোগ পায় নি
খোদার কসম, হে হোসাইন, তুমি সে কাজ সম্পন্ন করেছো।
দিওয়ান-ই-খাজা মুঈনুদ্দিন চিশতী কাব্য থেকে সংকলিত