মহান আল্লাহর বাণী মোবারক
নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন। তিনিই আবৃত করেন রাত্রি দ্বারা দিনকে (এবং দিন দ্বারা রাত্রিকে), যেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, তিনিই সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি, যা তারই আদেশের আওতাধীন, জেনে রেখো, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ প্রদান করা, আল্লাহ বরকতময় জগতসমূহের প্রতিপালক।
(সূরা আল আ’রাফ ৭ : আয়াত ৫৪)
তিনি এমন সত্তা, যিনি সৃষ্টি করেছেন ছয় দিনে আসমান, জমিন এবং এতদুভয়ের মধ্যস্থিত সবকিছুকে। তারপর তিনি সমাসীন হয়েছেন আরশে। তিনিই পরম দয়ালু আল্লাহ, তাঁর সম্বন্ধে যিনি খবর রাখেন তাঁকে জিজ্ঞেস করো।
(সূরা আল ফুরকান ২৫ : আয়াত ৫৯)
তিনি সেই সত্তা, যিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন, তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু জমিন থেকে বের হয়, আর যা কিছু আসমান থেকে নাজিল হয় ও যা কিছু আসমানে উত্থিত হয়, আর তিনি তোমাদের সঙ্গে অবস্থান করেন, তোমারা যেখানেই থাকো না কেন, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন।
(সূরা আল হাদিদ ৫৭ : আয়াত ৪)