Cancel Preloader

মহামানবগণের বাণী মোবারক

মহান আল্লাহ্ এমন কোনো নবি প্রেরণ করেননি, যার কাছ থেকে মুহাম্মদ (সা.)-এর ব্যাপারে ওয়াদা নেননি যে, তাঁর জীবদ্দশায় যদি হযরত মুহাম্মদ (সা.) প্রেরিত হন, তাহলে তাঁর উপর ইমান আনবে এবং তাঁকে সাহায্য করবে। -শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু

হযরত রাসুল (সা.)-কে ভালোবাসার নাম ইমান, যে তাঁকে যতটুকু ভালোবাসবে, মূলত সে ততটুকু ইমানদার। -সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)

হযরত রাসুল (সা.)-এর জন্মদিনে আমরা যদি পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উদ্যাপন করি, তাহলে তিনি আমাদের প্রতি খুশি হবেন, এর ফলে আমরা তাঁর শাফায়াত লাভ করব। -সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)

আমার নিকট যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত, তাহলে আমি তা আল্লাহর নবি (সা.)-এর মিলাদ শরীফ পাঠে ব্যয় করতাম। -হযরত হাসান বসরী (রহ.)

সংকলনে-

আশেকে রাসুল হযরত এমরান হোসাইন মাজহারী

সদস্য, আল কোরআন গবেষণা কেন্দ্র, দেওয়ানবাগ শরীফ।

সম্পর্কিত পোস্ট