নবি প্রেম
আল্লামা মুহম্মদ ইকবাল
প্রেম শেখ আর পরাণ পাণে প্রেমপাত্র এক কর সন্ধান,
সন্ধান কর নুহের চক্ষু, আইয়ুব নবির হৃদয়খান।
একটি মুঠো ধূলিরে তুই দে বানায়ে পরশ পাথর,
পূর্ণ নুরের আবাসখানি ভক্তি ভরে চুম্বন কর।
আমিত্বের ঐ প্রদীপটিকে রুমীর মতো দে জ্বালায়ে,
তাব্রীজেরী আগুন দিয়ে রুমীরে তুই দে পোড়ায়ে।
হিয়ার মাঝে প্রেমপত্র এক গুপ্ত আছে তোর যে ওরে,
থাকে যদি চক্ষু দুটি দেখিয়ে দিতে পারি তোরে।
তাঁহার তরে প্রেমিক যে জন সুশ্রী হতে সুশ্রীতর,
রম্যতর, সুন্দরতর, প্রিয় হতে প্রিয়তর।
প্রেমেতে তাঁর হৃদয় সকল হয়ে ওঠে শক্তিমান,
ধূলির কণা ঊর্ধ্বে গিয়ে মৃক্তিকারই হয় সমান।
নজদের ধূলি প্রাসাদে তাঁর হয়ে গেল বুদ্ধিমান,
ভাবাবেগে ছড়িয়ে গেল ঊর্ধ্ব দিকে সাত আসমান।
মুসলিমেরি হৃদয়খানি মুস্তফার যে বাসস্থল,
মুস্তফারি নামে তাদের মুখ হয়েছে সুমুজ্জ্বল।
অনুবাদ: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ