Cancel Preloader

মাতৃভাষা

ড. মো. আরিফ হোসেন

প্রাণের ভাষা হৃদয়ের ভাষা, আমাদের মাতৃভাষা,
এই ভাষাই মোদের গর্ব মিটে মনের আশা।

সৃষ্টিজগতের সবার ভাষা মহান স্রষ্টা বুঝেন,
তাইতো তিনি সকলের রিজিকের ব্যবস্থা করেন।

ভাষার নেই কোনো সীমানা, ভাষা হলো স্বাধীন,

সুন্দর ভাষা ব্যবহারে মানুষ মনে রাখে চিরদিন।

জগতের যে কোনো ভাষা শেখায় নেই কোনো দোষ,
আগ্রহ করে শিখবে যত ভাষা জানবে বিশ্বকোষ।

ভাষা কাঁদায়-হাসায়, ভাষা মানুষকে বুঝায়,
ভাষা জাতিকে তার লক্ষ্যস্থলে পৌঁছে দেয়।

মাতৃভাষার জন্য অকাতরে জীবন দিলেন যারা,
বিশ্বের মানচিত্রে চির অমর রইলেন তারা।

মাতৃভাষায় বিশ্বকবি গীতাঞ্জলি লিখে পেলেন নোবেল পুরস্কার,
বাংলা কাব্য লিখে জাতীয় কবি হয়ে নজরুল রইলেন অমর।

মাতৃভাষা রক্ষার জন্য যারা জীবন করলেন দান,
তাদেরকে জান্নাতবাসী করিও খোদা তুমি মেহেরবান।

সম্পর্কিত পোস্ট