তুমি পূর্ণিমার চাঁদ
এ. আর. রায়হানা ভূঁইয়া রুমা
মহান মোর্শেদ দেওয়ানবাগী এলো রাঙ্গাতে হৃদয় মন,
আলো ছড়িয়েছ জগতে তুমি যে করেছে তোমায় ধারণ।
তুমি তো পূর্ণিমার চাঁদ হয়ে এসেছ
ছড়িয়েছ সারা পৃথিবীতে আলোক রশ্মি,
পবিত্র আল কুরআনের তাফসীর লিখে
পাপিদের অগণিত কল্যাণ করেছ দান।
তুমি ছিলে আশেকের প্রিয়জন
হৃদয়ে তোমায় করেছে সবাই লালন।
সত্য সহজ সঠিক পথ তুলে ধরে
এজিদের মিথ্যা চক্রান্তকে করেছ চূর্ণ বিচূর্ণ,
মোহাম্মদী ইসলামকে জাগ্রত করে
তুমি হয়েছ পূর্ণিমার চাঁদ পরিপূর্ণ।
আল্লাহ্কে আকার করেছ প্রকাশ দুনিয়ায় তুমি এসে,
যে দেখেছে তোমায় চিনিতে পেরেছে সাক্ষ্য দিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হয়ে করেছ দেশ স্বাধীন
দেখিয়েছ মাতৃভূমির প্রতি ভালোবাসা,
সকল ধর্মের সকল শ্রেণির মানুষকে কাছে টেনে
তুমি পূর্ণ করেছ মানুষের মনের আশা।
হৃদয়ের ভেতর আছ তুমি থাকবে সারাটি জীবন,
আশেকে রাসুলদের যুগ যুগ ধরে করবে আলো দান।