নুরে মুজাস্সাম সাল্লেওয়ালা
আশেকা রাসুল তানিয়া জাহান
হযরত আমেনা মায়ের কোল
নুরময় করে,
হযরত আবদুল্লাহর ঘরে
পাপী উম্মতরে শাফায়াত করতে খোদার হাবিব এলোরে,
মোহাম্মদ নামে এলেন ধরাতে
নুর নবি মোহাম্মদ কামলেওয়ালা,
নুরে মুজাস্সাম সাল্লেওয়ালা!
দুরুদ পড়েন স্বয়ং মাওলা
নবিজির শানে,
মজনু হয়ে তাঁর
প্রেমের টানে।
জান্নাত, ফেরেস্তা
আসমান জমিনে,
দুরুদ সালাম জানায়
নুর নবিজির শানে।
কুল মাখলুক আনন্দে
হয়ে দিশেহারা!
জপে মোহাম্মদ সাল্লেওয়ালা,
নুরে মুজাস্সাম সাল্লেওয়ালা।
মক্কার মতি, মদীনার জ্যোতি
ব্যথার ব্যথী, দুই কুলের সাথি।
বানাও প্রেমিক তোমার
হে প্রিয় রাসুল,
উম্মত বলে এই পাপীরে
নিজ গুণে করো কবুল ।
নিদানে মোর ডাকে
দিওগো সাড়া,
এই মিনতি জানাই
নবি কামলেওয়ালা!
নুরে মুজাস্সাম সাল্লেওয়ালা!!
[কবি সংগীত শিল্পী]