হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক
হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন- “আল্লাহ্র রাসুল (সা.) আমাদের সাথে মসজিদে বসে কথাবার্তা বলতেন। অতঃপর যখন তিনি (চলে যাওয়ার মানসে) উঠে দাঁড়াতেন, তখন আমরা কিয়াম করতাম, (অর্থাৎ দাঁড়িয়ে যেতাম) যে পর্যন্ত না আমরা দেখতে পেতাম যে, তিনি তাঁর বাসগৃহে প্রবেশ করেছেন, ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম।”
(বায়হাকীর সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা ৪০৩)
হযরত আনাস (রা.) বলেন, আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- “যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ্ তায়ালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ ক্ষমা করা হয় এবং তার মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করা হয়।” (তাফসীরে মাজহারী ৭ম খণ্ড, পৃষ্ঠা ৩৭৮)
যখন বনু কুরায়যা গোত্র হযরত সা’দ ইবনে মুয়াজ (রা.)-এর ফয়সালার উপর সম্মতি প্রকাশ করল, তখন হযরত রাসুল (সা.) তাকে ডেকে পাঠালেন। আর হযরত সা’দ আল্লাহ্র রাসুল (সা.)-এর গৃহের নিকটেই অবস্থান করছিলেন। তিনি একটি গাধার উপরে সওয়ার হয়ে আসলেন, যখন তিনি মসজিদের নিকটে পৌঁছালেন, তখন হযরত রাসুল (সা.) আনসারদেরকে লক্ষ্য করে বললেন- তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়িয়ে যাও। (বোখারী শরীফ ও মুসলিম শরীফের সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা ৪০৩)