মহামানবগণের বাণী মোবারক
আমি এমন প্রতিপালকের ইবাদত করি না, যাঁকে আমি দেখি না।
-শেরে খোদা হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু
আমি মহান প্রতিপালক আল্লাহ্কে স্বপ্নে দেখেছি, অতঃপর আমি বললাম, হে রব! নৈকট্য লাভকারীগণ কোন কর্ম দ্বারা আপনার নৈকট্য লাভ করে থাকে। আল্লাহ্ বললেন- হে আহমদ! আমার কালাম তথা বাণীর মাধ্যমে।
-ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)
দুনিয়ার হায়াতের সকল ইবাদতের মূল উদ্দেশ্যই প্রভূর সন্তুষ্টি ও তাঁর দিদার লাভ করা, যে ব্যক্তি আল্লাহ্র সাক্ষাৎ বা তাঁর দর্শন অস্বীকার করে তার ইবাদতসমূহ নিষ্ফল।
-সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)
যে রোজাদার রোজার পুরস্কারস্বরূপ মহান আল্লাহ্কে পেয়ে যান, তিনি হাকিকতে রোজার বাস্তবতা উপলব্ধি করতে পারেন।
-ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)
সংকলনে-আশেকে রাসুল হযরত এমরান হোসাইন মাজহারী
গবেষক, আল কুরআন গবেষণা কেন্দ্র, খতিব, বাবে রহমত, দেওয়ানবাগ শরীফ; ইসলামি আলোচক, বিভিন্ন টিভি চ্যানেল এবং সমন্বয়ক, দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশ।