আব্দুল গাফফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি।ছেলে হারা শত মায়ের অশ্রুগড়ায়ে ফেব্রুয়ারি।আমার সোনার দেশেররক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরাশিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবীদিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া […]আরও পড়ুন