আল্লামা বগভী (রহ.) দামদাম ইবনে হাওশ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন- “আমি মদীনার মসজিদে প্রবেশ করলাম। জনৈক বৃদ্ধ লোক আমাকে ডেকে বললো- হে ইয়েমেনবাসী! এদিকে আসুন (আমি কিন্তু তাকে চিনতাম না)। এরপর তিনি বললেন, কাউকে কোনো দিন এ কথা বলবেন না যে, আল্লাহ্ তোমাকে ক্ষমা করবেন না এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। তখন আমি […]আরও পড়ুন