ড. সৈয়দ মেহেদী হাসান মহান আল্লাহ্ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তাঁর প্রতিটি সৃষ্টির মাঝে বিরাজমান থেকেই সৃষ্টিকে লালন-পালন করে চলেছেন। তিনি রব বা প্রতিপালক হিসেবে সকলের রিজিক দানের মাধ্যমে রিজিকদাতার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাছাড়া জন্ম থেকে মৃত্যু অবধি তিনি প্রতিটি সৃষ্টজীবকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে তাঁর সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন। জাত-পাক (The Holy […]আরও পড়ুন