ইমামুত তরিকত সুলতানুল আরেফিন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ (রহ.) ৭১৮ হিজরির মহররম মাসে উজবেকিস্তানের বোখারার সন্নিকটে কাসরে আরেফান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হযরত জালাল উদ্দিন (রহ.)। হযরত খাজা বাহাউদ্দিন (রহ.) নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ (রহ.)-এর জন্মের পূর্বেই হযরত খাজা সাম্মাসি (রহ.) তাঁর জন্মগ্রহণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। একদিন খাজা […]আরও পড়ুন