হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন- “আল্লাহ্র রাসুল (সা.) আমাদের সাথে মসজিদে বসে কথাবার্তা বলতেন। অতঃপর যখন তিনি (চলে যাওয়ার মানসে) উঠে দাঁড়াতেন, তখন আমরা কিয়াম করতাম, (অর্থাৎ দাঁড়িয়ে যেতাম) যে পর্যন্ত না আমরা দেখতে পেতাম যে, তিনি তাঁর বাসগৃহে প্রবেশ করেছেন, ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম।”(বায়হাকীর সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা ৪০৩) হযরত […]আরও পড়ুন
Tags :হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক
আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- “আল্লাহ্র অলীগণ মৃত্যুবরণ করে না, বরং তাঁরা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র।” (তাফসীরে কাবীর ৩য় খণ্ড, পৃষ্ঠা ১৮৮১) আল্লাহ্ র রাসুল (সা.) এরশাদ করেন-“আমার উম্মতের মধ্যে যারা আলেম তথা আল্লাহ্ র পরিচয় লাভকারী অলী-আল্লাহ্, তাঁরা বনী ইসরাইলের নবিগণের মতো।” (তাফসীরে রূহুল বয়ান, ১ম খণ্ড, পৃষ্ঠা ২৪৮) হযরত […]আরও পড়ুন
হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারকহযরত আলী ইবনে আবু তালেব র্কারামাল্লাহু ওয়াজহাহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘ইমান হচ্ছে ক্বালবের মারেফাত জানা, (ক্বালবের ভেতরে আল্লাহর পরিচয় লাভ করা) এবং মৌখিক স্বীকৃতি ও কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা।’’ (ইবনে মাজাহ, তাবারানী, বায়হাকীর ও শুআবুল ইমানের সূত্রে তাফসীরে দূররে মানছুর ২৬নং খণ্ড, পৃষ্ঠা ৫৮৩)হযরত […]আরও পড়ুন
নিশ্চয় আল্লাহ্ ও তাঁর ফেরেশতা নবির উপর দরূদ পাঠ করেন, হে মু’মিনগণ! তোমরাও তাঁর উপর দরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো।(সূরা আল আহযাব ৩৩: আয়াত ৫৬) [হে রাসুল (সা.)] নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। [হে মানুষ] যাতে তোমরা আল্লাহ্ ও তাঁর রাসুলের প্রতি ইমান আনো এবং রাসুলকে সাহায্য করো […]আরও পড়ুন
শেরে খোদা হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু হতে বর্ণিত, তিনি বলেন- আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘(আল্লাহ্ তত্ত্বের জ্ঞানে জ্ঞানী) আলেমগণ পৃথিবীর প্রদীপ এবং আম্বিয়ায়ে কেরামের প্রতিনিধি।’’ (তাফসীরে মাজহারী ১০ খণ্ড, পৃষ্ঠা ৫৭) আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, “আলেমগণ (আল্লাহ্ তত্ত্বের জ্ঞানে জ্ঞানী অলী-আল্লাহ্গণ) বনি ইসরাঈলের নবিতুল্য।’’ (তাফসীরে রুহুল বয়ান ১ম খণ্ড, পৃষ্ঠা ২৪৮) আল্লাহর রাসুল […]আরও পড়ুন
নিশ্চয় যে ঘর সর্বপ্রথম মানুষের (ইবাদতের) জন্য স্থাপিত হয়েছিল, তা তো সে ঘর, যা মক্কায় অবস্থিত। যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হিদায়েত, এতে রয়েছে অনেক প্রকাশ্য নির্দশন, মাকামে ইব্রাহীম তার অন্যতম। যে কেউ এ ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। মানুষের মধ্যে তার উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার […]আরও পড়ুন